UEC-PACK
An emergency multimedia codec pack for Ubuntu
Not able to play songs or videos in your linux??? Here is a solution for you...
An emergency multimedia codec pack for Ubuntu. It is an alternative way to install common codecs, specially for the PCs which do not have any Internet access. After installing this pack you will be able to play audios and videos of several common formats.
Supported formats are listed below:
Audio: MP3, WMA, WAV, RM, AAC
Video: MPG, AVI, WMV, MP4, FLV, VOB, 3GP, MOV, MKV
This pack has built on behalf of:
BLUA - Bangladesh Linux Users Alliance and Ubuntu-BD
..::MANUAL::..
* Download the file in your PC
* Right click on the file
* Select "Extract Here" from the option
* You will get a folder named "UEC-PACK"
* Open it
* Double click on the file named "install.sh"
* Will open a message box
* Select "run in terminal" from the box
* Now it will open your terminal window (command Window)
* You are now claimed for your password
* Enter your password and press Enter
* Now the process will begin
* Give time to finish the process
* After finishing the process, close the window
* Play your song....
* For more information Read the "Readme" file...
HAVE A HAPPY UBUNTU LIFE
বাংলাদেশে উবুন্টু চালাবার জন্য প্রথম যে ঝক্কিটা পোহাতে হয় সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। উবুন্টু ইন্সটল করার পর দেখা যায় গান কিংবা মুভি চলছে না। চালাতে গেলে বলছে ইন্টারনেট থেকে নামাতে হবে। হয়ত দেখা গেল যে পিসিতে ইন্সটল করা হয়েছে সে পিসিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। কিংবা এমনও হতে পারে যে ব্যবস্থা থাকার পরও আপনার জিপিআরএস বা এজ (EDGE) মডেমটা লিনাক্স সাপোর্ট করছে না। এইসব ক্ষেত্রে শেষ পর্যন্ত দেখা যায় উবুন্টু চালানোটা খুব কঠিন হয়ে পড়ে।
এই রকম সমস্যাগুলোর কথা ভেবেই একটা নতুন কোডেক অ্যাডঅন প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। এর নাম UEC-Pack বা Ubuntu Emergency Codec Pack, যার আকার মাত্র ৮.২ মেগাবাইট।
ইন্সটল করার জন্য যা যা করতে হবে
=======================
১.
ইন্সটল করার জন্য প্রথমে এই লিংক থেকে UEC-Pack_u1.tar.gz ফাইলটি ডাউনলোড করে নিন।
২.
এবার উবুন্টুতে বুট করে ফাইলটি নির্বাচন করে রাইট-বাটন চাপলেই নিচের দিকে Extract Here বলে একটা অপশন পাবেন। ওটাতে ক্লিক করুন। এক্সট্রাক্ট শেষ হলে UEC-Pack নামে একটা ফোল্ডার পাবেন। ঢুকে পড়ুন ফোল্ডারের ভেতর।
ছবি: এক্সট্রাক্ট করার অপশন
৩.
UEC-Pack ফোল্ডারের ভেতর নিচের মত ছবির মত কিছু ফাইল পাওয়া যাবে। ওখান থেকে বেছে নিন "install.sh" ফাইলটি। তারপর ডাবল ক্লিক করুন।
ছবি: UEC-Pack ফোল্ডার
৪.
ডাবল ক্লিক করার পর নিচের ছবির মত একটা মেসেজ আসবে। ঐখান থকে ক্লিক করবেন "Run in Terminal" বাটনটাতে।
ছবি: মেসেজ
৫.
সবকিছু ঠিকঠাক থাকলে টার্মিনাল অপেন হয়ে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। ওখানে ইন্সটলের সময় আপনি যে রুট পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিন। টার্মিনাল এবার নিজে নিজে সবকিছু ইন্সটল করে নিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
ছবি: টার্মিনালে পাসওয়ার্ড
৬.
ব্যস! সব ঝামেলা শেষ। এবার আরামসে গান শুনুন। মুভি দেখুন।
যা যা চালানো যাবে:
============
অডিও: MP3, WMA, WAV, RM, AAC
ভিডিও: MPG, AVI, WMV, MP4, FLV, 3GP, MOV, MKV
অসুবিধা:
======
১.
এখানে শুধুমাত্র নিত্য ব্যবহার্য সাধারণ ফরম্যাটের কোডেকগুলো যুক্ত করা হয়েছে। বিশেষ কোন ফরম্যাটের জন্য ইন্টারনেট থেকে কোডেক ডাউনলোড করতে হতে পারে।
২.
এই পদ্ধতিটি কোডেক ইন্সটল করার অফিসিয়াল কোন পদ্ধতি নয়। এটা শুধুমাত্র ঠেকার কাজ চালাবার জন্য একটা বিকল্প উপায়। উবুন্টুতে যদি আপনার ইন্টারনেট সংযোগ ব্যবহার করার সুযোগ থাকে তবে অবশ্যই মূল অফিসিয়াল রিপো থেকে ইন্সটল করুন।
৩.
যেহেতু এটা অফিসিয়াল কোন পদ্ধতি নয়, সেহেতু পদ্ধতি আপনাকে সম্পূর্ণ নিজ দায়িত্বে ইন্সটল করতে হবে। এই প্যাকেজের লাইসেন্সে স্পষ্ট করে এ কথাটি বলা রয়েছে। দয়া করে সেটা ইন্সটলের আগেই পড়ে নিন।
আপডেট:
২৩-০২-২০০৯
- ফ্রি হোস্টিং বাদ দিয়ে UEC-Pack এখন code.google.com -এ শিফট করা হয়েছে।
- কিছুটা ধোয়ামোছা করে Update-1 রিলিজ দেয়া হয়েছে।
0 comments:
Post a Comment